ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় খুলনা বিভাগীয় কমিশনারের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
সাতক্ষীরায় খুলনা বিভাগীয় কমিশনারের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন খুলানা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ।

শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মাধ্যমিক অফিস ‘শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক স্তরের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে।



সভায় খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ শিক্ষকদের উদ্দেশে বলেন, ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ায় ক্লাস চালুসহ নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে।  
তিনি বলেন, শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে বর্তমান সরকার জুলাই থেকে নতুন পে-স্কেল ঘোষণা দিতে যাচ্ছেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার আছাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান প্রমুখ।

সভা পরিচালনা করেন শিক্ষক পল্টু বাশার ও মঞ্জুরুল হক। সভায় জেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।