ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ: শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
ঢাবির শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে মাত্র দু’জন শিক্ষার্থী ভর্তিযোগ্য হিসেবে বিবেচিত হওয়ায় বাছাই প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।



শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব শিক্ষার্থী ৪০ ঘণ্টা পরীক্ষা দিয়ে এইচএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস করেছে এমসিকিউ প্রশ্ন দিয়ে তাদের মান ও মেধা যাচাই সম্ভব নয়। ঢাবির শিক্ষার্থ বাছাই সিস্টেম ত্রুটিপূর্ণ। একথা তাদেরই প্রমাণ করতে হবে। দায় দায়িত্ব তারাই নেবে। ’

সাংবাদিকদের প্রশ্ন ছুড়ে মন্ত্রী বলেন, আপনাদের বিবেক কি বলে মাত্র দু’জন শিক্ষার্থী ভর্তির যোগ্য?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তির শর্ত হিসেবে এবার ‘খ’ ইউনিটে ইলেকটিভ ইংলিশ অংশের উত্তর দেয়া বাধ্যতামূলক করা হয়। কিন্তু ওই পরীক্ষায় ইংরেজিতে ভর্তির জন্য যে নম্বর পেতে হবে তা অর্জন করেছে মাত্র দু’জন শিক্ষার্থী।

বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টির পর শিক্ষামন্ত্রী বলেন, স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়কে এখন নিজেদেরই পদ্ধতি বের করতে হবে এবং তাদের আরও দায়িত্বশীল হতে হবে।

স্বায়ত্বশাসিত হওয়ার নিজেদের স্বাধীনতায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এ বিশ্ববিদ্যালয়গুলোর আইন পরিবর্তন করা হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রয়োজন হলে আইন পরিবর্তন হবে, তবে এখনই আইন পরিবর্তন করতে চাই না। শিক্ষার্থীদের সর্বনাশের বিষয়ে তারা (ঢাকা বিশ্ববিদ্যালয়) বিবেচনা করবেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।