ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ছাত্রদলের মিছিলে পুলিশি বাধা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
বাকৃবিতে ছাত্রদলের মিছিলে পুলিশি বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের নিঃশর্ত মুক্তি দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

রোরবার সকাল ৮টার দিকে বাকৃবি শাখা ছাত্রদলের সভাপতি ইয়ার মাহমুদ ও সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জনির নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল বের হয়।



মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কামাল-রণজিত (কেআর) মার্কেট হয়ে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে সমাবেশ করতে পারেনি ছাত্রদলের নেতাকর্মীরা।

বাকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জনি বলেন, হাবিবুর জামিনে থাকা সত্ত্বেও তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।