ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুজনের বৈঠকের প্রতিবাদে কারিগরি শিক্ষক সমিতির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
সুজনের বৈঠকের প্রতিবাদে কারিগরি শিক্ষক সমিতির মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাকাল ফল হিসেবে অবিহিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



সম্প্রতি সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক গোল টেবিল বৈঠকে ২০১০ জাতীয় শিক্ষানীতির সাফল্যকে বিতর্কিত করার প্রতিবাদে এ মানববন্ধনে আয়োজন করা হয়।

কারিগরি শিক্ষক সমিতির সভাপতি এম এ সাত্তার বলেন, সুজনের বৈঠকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মেধা ও অভিভাবকদের সাফল্যকে তারা তামাশা স্বরূপ বিশ্লেষণ করেছেন। আমার তাদের এ বিশ্লেষণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উপযুক্ত মর্যাদা দিন। তারা অনেক শ্রম  মেধা দিয়ে তারা তাদের সাফল্য অর্জন করেছে।

মানববন্ধনে কারিগরি শিক্ষক সিমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।