ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছুটি শেষে সরব রুয়েট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
ছুটি শেষে সরব রুয়েট ছবি: ফাইল ফটো

রাজশাহী: শারদীয় দুর্গাপূজা, পবিত্র ঈদ-উল-আজহা ও সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের ছুটি শেষে শনিবার সকাল থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর সকল বিভাগের ক্লাশ শুরু হয়েছে।

প্রথম দিনেই শিক্ষার্থীদের উপস্থিতি, ক্লাশ, পরীক্ষা ও পুরোনো আড্ডায় ক্যাম্পাস মুখোরিত হয়ে ওঠে।



বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সার্বক্ষণিকভাবে পর্যাপ্ত আনসার ও পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের সহকারী পরিচালক গোলাম মুরতুজা।

শুক্রবার সকাল ৮টায় সব আবাসিক হল খুলে দেওয়া হলে ছাত্র-ছাত্রীরা পরিচয়পত্র দেখিয়ে হলে ওঠেন। বর্তমানে প্রায় সব আবাসিক শিক্ষার্থী হলে উঠেছেন। তবে হলে ও ক্যাম্পাসে অবস্থানকালে তাদের সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে সব বিভাগের ক্লাশ রুটিন অনুযায়ী শুরু হয়। যথারীতি চলে একাডেমিক কর্মকাণ্ডও।

এছাড়া স্থগিতকৃত পরীক্ষাসমূহের তারিখ নিজ নিজ বিভাগ থেকে ঘোষণা করা শুরু হয়েছে বলে জানান তিনি।

এর আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর গত ১৯ সেপ্টেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়েন শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনায় আগের দিন রাতে একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় ২০ সেপ্টেম্বর থেকে রুয়েট অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

১৮ সেপ্টেম্বর বিকেলে শিবির কর্মীরা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লে. সেলিম হলে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ শিবির কর্মী আহত হয়। একই সময় রুয়েট সংলগ্ন অক্ট্রয় মোড়ে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘন্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।