ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আধিপত্য বিস্তারে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
আধিপত্য বিস্তারে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দল দখল ও আধিপত্য বিস্তারে একই ছাত্র সংগঠনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শনিবার সন্ধ্যায় সংঘর্ষে চলাকালে প্রতিপক্ষের এক ছাত্রের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় একজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

ক্যাম্পাস সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা মান্নান হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় প্রতিপক্ষের এক কর্মী স্বপন ফকির নামে এক ছাত্রের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে আরেক পক্ষ। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

এদিকে, রাত আটটার দিকে ছাত্রলীগের একটি পক্ষ ধারালো অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, তারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। ওপর থেকে নির্দেশ পেলে তারা ক্যাম্পাসের ভেতরে ঢুকবেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।