ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তিচ্ছু ছাত্র অপহরণের পর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
রাবির ভর্তিচ্ছু ছাত্র অপহরণের পর উদ্ধার

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা সুমন শেখ (১৮) নামে এক শিক্ষার্থীকে অপহরণের পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী মহানগরের মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে সুমনকে অপহরণ করা হয়।

পরে দিনগত রাত আড়াইটার দিকে গৌরহাঙ্গা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

সুমন শেখ নওগাঁ জেলার মান্দা থানার কচুয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সুমন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটে অবস্থিত একটি ছাত্রাবাসে থাকেন।

মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, রাবি’র ভর্তি পরীক্ষায় অংশ নিতে কোচিং করার জন্য কয়েক মাস আগে ওই ছাত্রাবাসের ওঠেন সুমন। একই ছাত্রাবাসের ২০ নম্বর রুমে রতন নামে অপর এক ছেলে থাকতেন। শনিবার সন্ধ্যায় রতনের সঙ্গে সুমন বাইরে যায়।

পরে গভীর রাত হয়ে গেলেও সুমন ফিরে আসে না। রাত সাড়ে ১০টার দিকে রতন ওই ছাত্রাবাসের ম্যানেজার সন্দিপের কাছ ফোন দিয়ে জানায়, সুমন তার হেফাজতে আছে। যদি ২০ হাজার টাকা না দেওয়া হয় তাহলে তারা সুমনকে মেরে ফেলবে।

রতনের ফোনের ঘটনা ছাত্রাবাসের ম্যানেজার সন্দিপ দ্রুত বোয়ালিয়া থানায় অভিযোগ করলে পুলিশ গভীর রাতে সুমনকে উদ্ধার করতে সক্ষম হয়।

ওসি জানান, সুমনকে উদ্ধার করা হলেও রতনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি। বর্তমানে তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানান ওসি।

এছাড়া উদ্ধারের পর সুমন শেখ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পেরেছে বলেও জানান ওসি আবদুস সোবহান।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।