ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবি’র সব ক্লাস ও পরীক্ষা স্থগিত

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
নোবিপ্রবি’র সব ক্লাস ও পরীক্ষা স্থগিত

নোবিপ্রবি(নোয়াখালী): অনির্দিষ্টকালের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান।



বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিতিশীল পরিস্থিতি আমার পক্ষে সামাল দেওয়া খুব কঠিন। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন উপাচার্য মহোদয় দায়িত্বে এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রোববার(১৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ লিপলেট বিতরণ করায় শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় ও ক্যাম্পাসে লিফলেট বিতরণকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন করে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর পেশ করেন।

অন্যদিকে, লিপলেট বিতরণের বিষয়টি নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন অস্বীকার করেন। তিনি এটিকে ‘কুচক্রী মহলের ষড়যন্ত্র’ বলে আখ্যা দেন।

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের এমন অনড় অবস্থানের ফলে ভবিষ্যতে আরও বড় ধরনের অস্থিতিশীল পরিবেশের আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।