ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির হল থেকে দুই শিবির কর্মী আটক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
রাবির হল থেকে দুই শিবির কর্মী আটক

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল থেকে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মডেল টেস্ট নেওয়া ও প্রচারপত্র বিতরণকালে ওই দুই শিবির কর্মীকে আটক করা হয়।



আটক দুই শিবির কর্মী হলেন-লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমদাদুল হক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাবিবুর রহমান।

হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী বাংলানিউজকে জানান, সোমবার রাত ১০টার দিকে শাহ মখদুম হলের গেমস কক্ষে অবস্থান করা রাবির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মডেল টেস্ট নিচ্ছিলেন ইমদাদ ও হাবিব নামের ওই দুই শিবির কর্মী। ওই মডেল টেস্টের প্রশ্নপত্রে শিবিরের নাম উল্লেখ থাকায় হলের ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের দু’জনকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলমের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে শিবিরের প্রচারপত্র বিতরণ করার সময় দুই শিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। তারা এখন মতিহার থানা পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।