ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু ১৪ নভেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু ১৪ নভেম্বর

ঢাকা: আগামী ১৪ নভেম্বর হতে শুরু হতে যাচ্ছে ৬ষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৪।

প্রথম পর্যায়ে দেশের ৬টি অঞ্চলে এ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।



৬টি অঞ্চলের বিজয়ীদের নিয়ে চূড়ান্ত পর্ব আগামী ১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গণিত ভবনে অ‍নুষ্ঠিত হবে।

দেশের ভবিষ্যত প্রজন্মকে গণিত শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা এবং গণিতকে জনপ্রিয় করার জন্য বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে পাঁচ বছর আগে এই প্রতিযোগিতা শুরু হয়।

দীর্ঘদিন যাবত এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গণিত শিক্ষা ও বিভিন্ন প্রকার সামাজিক কাজে পৃষ্ঠপোষকতা করে আসছে। গণিতের প্রতি তরুণ সমাজকে আরও আগ্রহী এবং গণিতভীতি দূর করার জন্য এবার অলিম্পিয়াড শুরুর আগেই আয়োজক কমিটি একটি সংবাদ সম্মেলন করবে।

আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ঢাবির টিএসসি’র টিচার্স লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।