ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে ছাত্রলীগের সম্মেলন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
ইবিতে ছাত্রলীগের সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সম্মেলন শেষ হয়েছে।

সোমবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ সম্মেলন।



সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করার লক্ষ্যে প্রার্থীদের জীবন বৃত্তান্ত গ্রহণ ও মৌখিক পরীক্ষা নেন কেন্দ্রীয় নেতাকর্মীরা।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসি মিলনায়তনে ইবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুজার গিফারী গাফফারের পরিচালনায় এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে ইবি ছাত্রলীগের আহ্বায়ক শামিম হোসেন খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপ সম্পাদক আহসান হাবিব রানা, মাহমুদ হাসান রাকিব, সুরঞ্জন ঘোষসহ ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার নেতারা।

সম্মেলন শেষে ইবি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ছাত্রলীগ নেতা এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, আমরা প্রতিবারের মত এবারো  সৎ, যোগ্য ও মেধাবীদের সমন্বয়ে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি দিতে চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।