ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির চার শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
শাবিপ্রবির চার শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চার শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।



গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টের সামনে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগে পরিসংখ্যান বিভাগের মো. মেহেদী হাসান, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের আরিফুল হক সনি, সমাজ বিজ্ঞান বিভাগের মো. নজরুল ইসলাম ও একই বিভাগের মো. খলিলুল রহমানকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার দিন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাকির হোসেনকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশক্রমে তাদের চারজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

বহিষ্কৃত এই চারজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বাংলাদেশ সময়: ২১১২ ঘন্টা, নভেম্বর ১৭, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।