ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস’ ক্যাম্পেইন শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
রাবিতে ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস’ ক্যাম্পেইন শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: আমাদের ক্যাম্পাস, আমরা পরিচ্ছন্ন রাখবো- এ স্লোগানকে সামনে রেখে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ ক্যাম্পেইন।

বুধবার (ডিসেম্বর ৩) দুপুরে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ করেন।

বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

এসময় খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ কারে থাকে। কোন জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখে না। ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। তবে কিছু কিছু অনুপ্রবেশকারী ছাত্রলীগের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। যা সংগঠনকে কলঙ্কিত করছে।

যারা এভাবে বিশৃঙ্খলা করবে তাদের চিহ্নিত করে দল থেকে বহিস্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন- রাজশাহী মহানগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাসক ডাবলু সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক আহম্মদ আলী মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ওয়ালিদ আহমেদ কমল, খালিদ হাসান নয়ন, জহিরুল হক জাকির, সদস্য ফিরোজ সরকার, সাইদুর রহমান রুবেল প্রমুখ।

উদ্বোধন শেষে সাবাস বাংলাদেশ চত্বর থেকে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা ১৩টি গ্রুপে বিভক্ত হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ করেন। এসময় ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, পুরাতন ফোকলোর চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর, রবীন্দ্র কলা ভবন চত্বরসহ বিভিন্ন স্থানে উৎসবমুখ পরিবেশে ‘ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ ক্যাম্পেইন পালন করতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের।

রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের ক্যাম্পাসেও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালিত হচ্ছে।

নেতাকর্মীদের স্বতফূর্ত অংশগ্রহণে পূর্ণদ্যোমে কর্মসূচি চলছে জানিয়ে তিনি বলেন, এ কর্মসূচি আরো ৬ দিন চলবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।