ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৪৯তম সমাবর্তনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়লো

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
ঢাবির ৪৯তম সমাবর্তনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়লো

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠেয় ৪৯তম সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক গ্রাজুয়েট ও পদকপ্রাপ্তদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ডিসেম্বর ২০১৪, বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর ২০১৪, বুধবার পর্যন্ত যথাযথ নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করা যাবে।

 

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুকদের ৪৯তম সমাবর্তন-২০১৫ এর ফরম পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে সংগ্রহ করে ও যথাযথভাবে পূরণ করার পর রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে আগামী ৩১ ডিসেম্বর ২০১৪, বুধবারের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফিস জমা দেওয়া যাবে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায়।

৪৯তম সমাবর্তন আগামী ১৩ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।