গণ বিশ্ববিদ্যালয়: গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দিবসটিতে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারত করেন।
সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ র্যালি নিয়ে মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরপর বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও ভৌত বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিন অনুপমা আজহারী, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মনসুর মুসা, আইন বিভাগের প্রধান মো. রফিকুল আলম, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক মুনজিবা শামস, অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান ড. রেজওয়ানা খান, পরীক্ষা নিয়ন্ত্রক অমল কান্তি ভদ্র, সঙ্গীত পরিচালক এনায়েত-ই-মওলা জিন্নাহ ও সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মাদ মুকাম্মেলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪