ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডেন্টাল কলেজের ২২ শিক্ষার্থী কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
ডেন্টাল কলেজের ২২ শিক্ষার্থী কারাগারে ছবি: নাজমুল হাসান/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিক্ষোভ কর্মসূচি থেকে আটক ডেন্টাল কলেজের ২২ শিক্ষার্থীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গেলে বিএসসি ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সারোয়ার হোসেন ভূঁইয়াসহ ডেন্টাল কলেজের ওই ২২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে  হাজির করা হয়। এ সময় আটককৃতদের জামিনের আবেদন জানান তাদের একাধিক আইনজীবী।

শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাতের আদালতে
dental_6_banglanews24
বুধবার সকালে বিএসসি ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে ডেন্টাল শিক্ষার্থীরা ৪ দফা দাবি আদায়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিএসসি ডেন্টাল পাস করার পর প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদানসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪


** ফের জড়ো হওয়ার চেষ্টা পণ্ড ডেন্টাল শিক্ষার্থীদের, আটক ১৬
** রাজধানীতে ডেন্টাল শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।