ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আটক ১

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আটক ১ ছবি: প্রতীকী

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)  প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে খলিলুর রহমান নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত পরীক্ষায় কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

 
 
সংশ্লিষ্টরা জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়, কোটবাড়ীসহ শহরের মোট নয়টি কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
পরীক্ষায় সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ রয়েছে। পরীক্ষা চলাকালে কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রে মোবাইল ব্যবহার করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টাকালে খলিলুরকে আটক করা হয়।  
 
এদিকে, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. আলী আশরাফ।
 
পরীক্ষা শেষে ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। এ সময় তিনি বলেন, এ বছর সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
 
ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.cou.ac.bd) এ জানা যাবে।  
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।