বগুড়া: বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৩০ আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে ১ হাজার ৭শ’ ২২ জন শিক্ষার্থী।
পরীক্ষা শুরুর বেশ খানিকটা সময় আগে থেকেই অভিভাবকরা শিশুদের নিয়ে উপস্থিত হন বগুড়া জিলা স্কুল ও নিজ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১১টা পর্যন্ত।
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বাংলানিউজকে জানান, ৫০ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, ভর্তি পরীক্ষা কেন্দ্র করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৫ ডিসেম্বর সন্ধ্যায় জেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে। ঘোষিত আদেশ অনুযায়ী ২৬ ও ২৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে সকাল ১২টা পর্যন্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বগুড়া জিলা স্কুল এলাকার চারদিকে ২০০ গজের মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, মাইকিংসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
তবে কোনো ধরনের সভা সমাবেশ না হলেও ১৪৪ ধারা উপেক্ষা করে যান চলাচলসহ ব্যাপক জনসমাগম ঘটে বিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায়।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪