ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবারও প্রাথমিকে প্রথম মনিপুর উচ্চ বিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
এবারও প্রাথমিকে প্রথম মনিপুর উচ্চ বিদ্যালয় ছবি: জাহিদুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিএসসি) সারাদেশের মধ্যে এবারও প্রথম স্থান অর্জন করেছে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয়।
 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়।



বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরাদ হোসেন বাংলানিউজকে জানান, ২০১৪ সালে ৩ হাজার ৩২২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে প্রায় ২ হাজার ৮০০ ছাত্রছাত্রী।

পাসের হার শতভাগ জানিয়ে তিনি বলেন, মনিপুর উচ্চ বিদ্যালয় ২০১১ সাল থেকে চতুর্থবারের মতো সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে।
 
 
ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক ফরাদ হোসেন বলেন, পাঠদান কাঠামো পরিবর্তন, শিক্ষক-অভিভাবকদের আন্তরিকতার ফলে ফলাফলের স্থান ধরে রাখা সম্ভব হয়েছে।
 
জেএসসিতে গতবার সারাদেশের মধ্যে ১৫তম স্থান অর্জন করে মনিপুর উচ্চ বিদ্যালয়। এবার ২ হাজার ৪৮ জন শিক্ষার্ধীর মধ্যে শতভাগ পাস করেছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।