ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দেশে শিক্ষার মান ক্রমশ বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
দেশে শিক্ষার মান ক্রমশ বাড়ছে

সিলেট: দেশে শিক্ষার মান ক্রমশ বাড়ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর মূখ্যসচিব আব্দুস সোবহান শিকদার।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



আব্দুস সোবহান শিকদার বলেন, তথ্য প্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। যে কারণে ঘরে বসেও মানুষ প্রযুক্তির ছোয়া পাচ্ছে।

খাদ্যের দিক থেকে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশে উৎপাদিত খাদ্য চাহিদা মেটানোর পর এখন বিদেশেও রফতানি করা হচেছ। তাছাড়া প্রধানমন্ত্রী দুস্থ-অসহায় লোকদের জন্য আশ্রয় প্রকল্প করেছেন।

সরকার প্রতিটি ঘরে বেকার যুবকদের চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের আঞ্চলিক উপ পরিচালক জাহাঙ্গীর কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. নুরুল আমিন, সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

দুই পর্বে অনুষ্ঠিত সেমিনার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘন্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।