ময়মনসিংহ: সুষ্ঠুভাবে পড়াশোনা, উত্তম আচরণ ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে সেরা মানুষে পরিণত হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. ইউনুছ ফারুকী।
শিক্ষা নগরী ময়মনসিংহের অন্যতম এ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬২তম ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে স্কুল মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এতে বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক সামছুন্নাহার, মো. আজহারুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, মো. আনোয়ার কাদের, মো. মোর্ত্তাজ আলী, আব্দুস সালাম, আশরাফুল হক ভূইয়া, মোবারক মোর্শেদ মিল্কী, শাহীদা খানম, শিক্ষার্থী শরীফ ইসতিয়াক, সাদমান সাকিব, সাইফ আল হোসাইন, তাহমিদ আশফাক প্রমুখ।
দোয়া পরিচালনা করেন শিক্ষক হাফেজ মো. রহমত উল্লাহ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, স্কুলের কোর্ট পিন, স্মরণিকা প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫