রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি ও ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলার মুখ নামে একটি সংগঠন। উপাচার্যকে স্মারকলিপিও দেয় তারা।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে সংগঠনটির পক্ষ থেকে ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় ৯০ হাজারেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হলেও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ভর্তির তারিখ ঘোষণা করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
এ পরিপ্রেক্ষিতে এখানকার সমস্যা সমাধানের জন্য তারা সরকারের কাছে আবেদন জানান।
বাংলাদেশ সময় ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫