ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বীর উত্তম আনোয়ার গার্লস কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বীর উত্তম আনোয়ার গার্লস কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের দু’দিন ব্যাপী আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা সেনানিবাস কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।



প্রতিযোগিতায় ২৫৯ পয়েন্ট পেয়ে বেগম রোকেয়া হাউজ চ্যাম্পিয়ন এবং ১৯১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে নবাব ফয়জুন্নেসা হাউজ। ব্যক্তিগত পর্যায় ০৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাতুনে জান্নাত এবং ০৫ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে মোর্শেদা আক্তার।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক্স এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন এবং তার স্ত্রী নবীনা মিজান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।