ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবি থিয়েটারের মঞ্চায়নে ‘ডাকঘর’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
আইইউবি থিয়েটারের মঞ্চায়নে ‘ডাকঘর’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘ডাকঘর’ মঞ্চস্থ করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) থিয়েটার ক্লাব। এটি তাদের ১৬তম প্রযোজনা।



বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) ডাকঘরের পর্দা ওঠে। অভিনেতাদের নৈপূণ্যে হলভর্তি দর্শক আর বিশিষ্ট অতিথিদের সামনে যেন জীবন্ত হয়ে ওঠে ডাকঘরের চরিত্রগুলো।

এসময় উপস্থিত থেকে নাটক উপভোগ করেন আইইউবি থিয়েটারের পৃষ্ঠপোষক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের বিভাগীয় প্রধান ড. জি. এম. শহিদুল আলম।

মো. রফিকুল ইসলামের নির্দেশনায় ডাকঘর নাটকের অমল চরিত্রে ফারজান আকতার, মাধব দত্তের চরিত্রে কাজী আজিন মাহমুদ তন্ময়, কবিরাজ চরিত্রে মামুন উন রশিদ আরেফিনসহ আরও অনেকে অভিনয় করেন।  

প্রথমবারের মতো শিল্পকলা একাডেমিতে তাদের মঞ্চস্থ ডাকঘর বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। নাটকটি তাদের নিজ ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গায় মঞ্চস্থ করার কথা ভাবছে বলে জানিয়েছে আইইউবি থিয়েটার ক্লাব।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।