ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জাবিসাস’র নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
ঢাবি সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জাবিসাস’র নিন্দা

ঢাকা: পুলিশ কর্তৃক ‘নিউ এইজ’ পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)  প্রতিনিধি নাজমুল হুদা সুমনকে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা-প্রতিবাদ জ্ঞাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি জনি আলম ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সৈকত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

 

বিবৃতিতে তারা বলেন, কোনো গণতান্ত্রিক সভ্য দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। এ ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, রোববার (০১ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে নিয়ম ভেঙে পুলিশের দুই সদস্য মোটরবাইকে যাওয়ার সময় তাদের ছবি তোলার ঘটনায়, রমনা থানার উপ-পরিদর্শক মেহেদি হাসানসহ কয়েকজন পুলিশ সদস্য নিউ এইজের ঢাবি প্রতিনিধি নাজমুল হুদা সুমনকে মারধর করে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।