ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির প্রতীকি অনশন

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির প্রতীকি অনশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধে নাশকতা করে মানুষ হত্যা ও এসএসসি পরীক্ষাসহ দেশের শিক্ষা ব্যবস্থা বিঘ্নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতীকি অনশন চলছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাবি ক্যাম্পাসের বটতলায় এ অনশন শুরু হয়।



প্রতীকি অনশনে উপস্থিত রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এবং সমিতির অন্য নেতারা।

হরতাল-অবরোধের সহিংসতার ঘটনায় ড. মিজানুর রহমান বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যুদ্ধ রাষ্ট্রের বিরুদ্ধে নয়, যুদ্ধ মানুষের বিরুদ্ধে। রাষ্ট্রকে যেকোনো মূল্যে এই অরাজকতা বন্ধ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।