ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নগরকান্দা এমএন একাডেমীর শতবর্ষ পূর্তি উৎসব শুরু রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
নগরকান্দা এমএন একাডেমীর শতবর্ষ পূর্তি উৎসব শুরু রোববার

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমএন একাডেমীর একশ বছর পূর্ণ হচ্ছে রোববার (২৯ মার্চ)। এ উপলক্ষে বিদ্যালয় তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব কর্মসূচি হাতে নিয়েছে।


     
ফরিদপুরের সদরপুরের বাইশরশির জমিদার শিক্ষানুরাগী বীর বাহাদুর মহেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ১৯১৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ৬ একর জমির ওপর বিদ্যালয়টি স্থাপিত হলেও নদীর ভাঙ্গন ও সড়কের জন্য জায়গা দেওয়ায় বর্তমানে এর জায়গা সাড়ে পাঁচ একর।

এমএন একাডেমী সূত্রে জানা গেছে, প্রথমে বিদ্যালয়টি তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছিল। বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত করা হয়েছে। ১৯৪৬ সালের ২৩ জানুয়ারি এ বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নিবন্ধন লাভ করে।

আগে বিদ্যালয়ের পাশে ‘নগরকান্দা জুনিয়র মাদ্রাসা’ নামে একটি মাদ্রাসা ছিল। ১৯২১ সালে মাদ্রাসাটি বন্ধ হয়ে গেলে মাদ্রাসার ৭১ শতাংশ জায়গা এমএন একাডেমির সঙ্গে একীভূত করা হয়। বর্তমানে এ বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২ হাজার ৪২১ জন। শিক্ষক ৩৩ জন।

২০১৪ সালে জেএসসিতে পাসের হার ৮৪ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৬ জন। এসএসসিতে পাসের হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৭ জন। ভকেশনালে পাসের হার ৯৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে একজন।

শতবর্ষের পুরোনো এই শিক্ষা প্রতিষ্ঠানটি এ অঞ্চলের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই পরিগণিত হয়েছে।

রোববার সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা রয়েছে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি এবং সংসদ সদস্য আব্দুর রহমান ও সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

তিন দিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে রযেছে, আলোচনা সভা, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণমূলক বক্তব্য, সংস্কৃতিক অনুষ্ঠান, এ আলগীরের যাদু প্রদর্শনী, ঢাকার শিল্পীদের সংগীতানুষ্ঠান, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

উৎসব উপলক্ষে গত ১০ জানুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত নিবন্ধন চলে। বর্তমান ও প্রাক্তন মিলিয়ে পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী উৎসবে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন জানান, নগরকান্দাসহ ফরিদপুরবাসীর পরম গৌরবের বিষয় এমএন একাডেমির শতবর্ষে পদার্পণ। এই মাহেন্দ্র সময়কে স্মরণীয় করে রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ওই তিনদিন ফরিদপুরবাসীর প্রাণের স্পন্দন ধ্বনিত হবে এমএন একাডেমির সবুজ চত্বরে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।