ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি শিক্ষক লাঞ্ছনাকারীর বিচারের দাবিতে উপাচার্য ভবন ঘেরাও

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
জবি শিক্ষক লাঞ্ছনাকারীর বিচারের দাবিতে উপাচার্য ভবন ঘেরাও ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করায় ছাত্রলীগ নেতা আরজ মিয়া জিয়ার বিচারের দাবিতে উপাচার্য ভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৬ এপ্রিল) বেলা ২টার দিকে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।



এর আগে, একই দাবিতে শিক্ষার্থীরা বিভাগের সামনে মানববন্ধন করেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষক লাঞ্ছনাকারী বখাটের বিচার না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী ক্লাস-পরীক্ষায় অংশ নেবে না।

এদিকে, উপাচার্য ভবন ঘেরাওয়ের সময় শিক্ষার্থীদের ব্যানার কেড়ে নেয় ছাত্রলীগ। সেই সঙ্গে তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আইএএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।