ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে ছাত্রলীগের ধর্মঘট অব্যাহত

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
কুবিতে ছাত্রলীগের ধর্মঘট অব্যাহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: অস্ত্রসহ র্যাবের হাতে আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজের মুক্তি দাবিতে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ছাত্রলীগের তৃতীয় দিনের ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

এছাড়া ক্যাম্পাসে শিক্ষার্থীরা উপস্থিতিও কম দেখা গেছে।

এদিকে, ধর্মঘটের তৃতীয় দিনে সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে কয়েক দফা মিছিল করে। এ সময় তারা মিছিল নিয়ে কোটবাড়ি গিয়ে প্রায় আধাঘণ্টা বিশ্ববিদ্যালয়-কোটবাড়ি সংযোগ সড়ক অবরোধ করে রাখে।

আন্দোলনকারীদের দাবি সবুজকে মুক্তি দেওয়া হলেই তারা ধর্মঘট প্রত্যাহার করবেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়,  গত দুই দিন বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

কুবির প্রক্টর মো. আইনুল হক বাংলানিউজকে বলেন, ক্লাস-পরীক্ষা নিতে আমরা প্রস্তুত, শিক্ষার্থীরা আসলেই আমরা ক্লাস-পরীক্ষা নেব।
 
গত শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে কুবি সংলগ্ন ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে ইলিয়াস হোসেনকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আটক করে র‌্যাব-১১।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।