ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বছরে শিক্ষাখাতে ৩০ হাজার কোটি টাকা ব্যয়

পার্বতীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মে ৩, ২০১৫
বছরে শিক্ষাখাতে ৩০ হাজার কোটি টাকা ব্যয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমান সরকার প্রতি বছর শিক্ষা খাতে ৩০ হাজার কোটি টাকা ব্যয় করছে। শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাসহ শিক্ষা উপকরণে এ টাকা ব্যায় হচ্ছে।



রোববার (০৩ মে) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন আর কোনো শিক্ষক বা কর্মচারী না খেয়ে থাকেনা। বিএনপি-জামায়াতের অনেক বাধা সত্ত্বেও দেশ তরতর করে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

উপজেলার বেনীরহাটে বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান এমএ ওহাব সরকার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম, ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ সরকার, ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, ইউপি সচিব মমিনুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফেয়ার কনস্ট্রাকশনের গোলাম ফারুক অভি ও দুলাল চন্দ্র রায় প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওই ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ৮৭ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।