ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিবাদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ১৪, ২০১৫
জাবিতে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিবাদ

নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বুধবার (১৩ মে) রাতের অন্ধকারে পরিবেশ বিজ্ঞান বিভাগের দখল নেওয়ায় ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ওই দুটি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ মে) ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এক বার্তায় এ প্রতিবাদ জানায়।



ওই বার্তায় জানানো হয়, পরিবেশ বিজ্ঞান বিভাগের রাতের অন্ধকারে জোর করে তাদের বিভাগ দখলের বিষয়টি এক ভীতিকর ও অনাকাঙিক্ষত পরিবেশ সৃষ্টি করেছে।

‌এ পরিস্থিতি সমাধানে বেশ কয়েক দফা কর্মসূচিও ঘোষণা করেছে বিভাগ দুটি।

কর্মসূচির মধ্যে রয়েছে-ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় কক্ষ বরাদ্দের সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত তাদের বিভাগের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত থাকবে।

দীর্ঘদিন থেকেই জাবিতে তিনটি বিভাগের কক্ষ বরাদ্দ নিয়ে সংকট চলছিলো। সেই সংকট সমাধানে গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং হলেও তার কোনো সুষ্ঠু সমাধান হয়নি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১৪, ২০১৫
পিআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।