ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে এফ ইউনিটের অপেক্ষমাণদের সাক্ষাৎকার রোববার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ১২, ২০১৫
ইবিতে এফ ইউনিটের অপেক্ষমাণদের সাক্ষাৎকার রোববার

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির জন্য ‘এফ’ ইউনিটে অপেক্ষমাণ তালিকার সাক্ষাৎকার আগামী ১৭ মে রোববার অনুষ্ঠিত হবে।

ওইদিন গত ২১ এপ্রিল ও ২৯ এপ্রিল মৌখিক পরীক্ষায় যে পরীক্ষার্থী উপস্থিত ছিলেন তাদের মধ্য হতে আসন খালি থাকা সাপেক্ষে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।



মঙ্গলবার (১২ মে) ইবির তথ্য ও জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

১৭ মে সকাল ১০টায় ইউনিট সমন্বয়কারীর অফিস কক্ষে এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার অনুমতিপ্রাপ্তদের সংশ্লিষ্ট বিভাগ হতে ভর্তি ফরম সংগ্রহ করে ২০ মে এর মধ্যে ভর্তির যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে হবে।

এফ ইউনিট সমন্বয়কারী আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, বিষয় পরিবর্তনের কারণে কয়েকটি আসন খালি থাকায় পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।