ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে বাইক পুড়িয়ে আরোহীকে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ২৪, ২০১৫
ঢাবিতে বাইক পুড়িয়ে আরোহীকে পুলিশে সোপর্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষকদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হওয়ায় একটি মোটরবাইক পুড়িয়ে এর আরোহীকে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রোববার (২৪ মে) বিকেল ৪টার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদুল্লাহ হলের সামনে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদুল্লাহ হলের সামনের সড়ক দিয়ে একটি রিকশায় চড়ে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক মিজানুর রহমান ও শ্যামল চন্দ্র কর্মকার। হঠাৎ তাদের রিকশার সঙ্গে এসে একটি মোটরবাইক ধাক্কা খায়। এসময় ওই মোটরবাইক আরোহী রিকশাচালককে অভিযুক্ত করে ধমকাতে থাকলে তাকে শান্ত হতে বলেন দুই শিক্ষক। কিন্তু এতে ওই মোটরবাইক আরোহী আরও উত্তেজিত হলে শোরগোলে হল থেকে ছুটে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এরপর তারা ওই মোটরবাইকে আগুন দিয়ে এর আরোহীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিতে করে জানান, মোটরবাইক আরোহীকে থানায় নিয়ে ‍যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এজেডএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।