ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে প্রথম আলো পত্রিকায় আগুন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মে ২৫, ২০১৫
বাকৃবিতে প্রথম আলো পত্রিকায় আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নাম বিকৃত করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় লেখার প্রতিবাদে প্রথম আলো পত্রিকায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বাকৃবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করে পত্রিকায় আগুন দেয় শিক্ষার্থীরা।



এ সময় শিক্ষার্থীরা প্রথম আলো কর্তৃপক্ষকে দুঃখ প্রকাশসহ খবরটি প্রত্যাহার করে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। অন্যথায় বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো পত্রিকা প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানায় তারা।

রোববার বাকৃবির নতুন উপাচার্য নিয়োগের একটি সংবাদ প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়। কিন্তু সেখানে বাকৃবিকে ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে সংবাদটি সংশোধন করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।