ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যৌন নিপীড়নের দায়ে জাবি শিক্ষক অপসারণ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, মে ২৯, ২০১৫
যৌন নিপীড়নের দায়ে জাবি শিক্ষক অপসারণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক এ. কে. এম. আনিসুজ্জামানকে চাকুরি থেকে অপসারণ করা হয়েছে।

বৃহষ্পতিবার(২৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু বকর সিদ্দিক।



তিনি বলেন, ‘যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ. কে. এম. আনিসুজ্জামানকে চাকুরি থেকে অপসারণ করা হয়েছে। ’

২০১৪ সালের ২৩ আগস্ট সিন্ডিকেটের এক সভায় যৌন নিপীড়নের অভিযোগে গঠিত প্রাথমিক তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এ. কে. এম. আনিসুজ্জামানকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সাথে অধিকতর তদন্তের জন্য উপাচার্যকে প্রধান করে নতুন একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ. কে. এম. আনিসুজ্জামানকে চাকুরি থেকে অপসারণ করেন।

বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, মে ২৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।