ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা বিষয়ে যেকোনো তথ্য পেতে অলরেজাল্টবিডি

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
শিক্ষা বিষয়ে যেকোনো তথ্য পেতে অলরেজাল্টবিডি

ঢাকা: সময়ের সঙ্গে তাল মিলিয়ে তথ্য সরবারহে এখন দেশে রয়েছে নানা ধরনের ওয়েবপোর্টাল। শিক্ষা বিষয়ক ও শিক্ষা সম্পর্কিত এমনি একটি তথ্য প্রবাহের অনলাইন সেবা দিচ্ছে অলরেজাল্টবিডি.কম।



রাজধানীসহ দেশের খ্যাতনামা স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য, ফলাফল, স্কলারশিপের তথ্য, পরীক্ষার রুটিন, যেকোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও ফলাফল এবং শেয়ারবাজারের যেকোনো তথ্য দিচ্ছে এই পোর্টালটি।

দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীদের জন্য জরুরিভিত্তিতে  যেকোনো তথ্য প্রদানে ও চাররিপ্রার্থীদের কথা মাথায় রেখে ২০১৩ সালে যাত্রা শুরু করে অলরেজাল্টবিডি.কম।

যাত্রা শুরুর অল্পদিনেই দেশব্যাপী শিক্ষার্থী ও বেকার চাকরিপ্রত্যাশী পাঠকের নজর কাড়তে সক্ষম হয় পোর্টালটি। এখানে প্রায় ২৪ ঘণ্টাই নিত্যনতুন রেজাল্ট ও শিক্ষাবিষয়ক তথ্য আপডেট করা হয়। ফলে ইতোমধ্যে অলরেজাল্টবিডি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অলরেজাল্টবিডির সেবার মধ্যে রয়েছে, সব ধরনের ভর্তি বিজ্ঞপ্তি, সব বোর্ডের ফল, ভর্তি পরীক্ষার ফল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষার রুটিনবিষয়ক তথ্য, বিসিএস, ব্যাংক ও সব ধরনের নন-ক্যাডার চাকরির বিজ্ঞাপন ও ফলাফল, সব ধরনের স্কলারশিপ নোটিশ ও রেজাল্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য।

এছাড়াও রয়েছে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় যেকোনো নোটিশ, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য নতুন আইপিও অনুমোদনের তথ্য, আইপিও অ্যাপ্লিকেশন ফরম, প্রসপেক্টাস ও রেজাল্ট এবং প্রাইজবন্ডের যেকোনো তথ্য।

লাখো শিক্ষার্থী, অভিভাবক ও চাকরিপ্রত্যাশীদের প্রতিমুহূর্তের রেজাল্ট ও শিক্ষা বিষয়ক তথ্য জানাতে প্রতিনিয়ত নতুন সেবা প্রদানে বদ্ধপরিকর অলরেজাল্টবিডি। ওয়েবপোর্টালের ঠিকানা: www.‍allresultbd.com।

এদিকে, শিক্ষা বিষয়ক অন্যতম এ সাইটটি এরইমধ্যে ১ লাখ ৩ হাজার পাঠক অলরেজাল্টবিডির ফেসবুক পেজে যুক্ত হয়েছেন। দিন দিন বাড়ছে এই সক্রিয়তার সংখ্যা। পোর্টালটির ফেসবুক পেজের ঠিকানা: https://www.facebook.com/AllResultBd।

এছাড়াও শিক্ষার্থীদের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপটি বিনামূল্যে পাওয়া যাবে গুগল প্লে স্টোরে এবং অলরেজাল্টবিডি.কম এ।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।