ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪.২২, কমেছে জিপিএ-৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মে ৩০, ২০১৫
কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪.২২, কমেছে জিপিএ-৫

কুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৪.২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন।

গতবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৯৪৫ জন।

শনিবার (৩০ মে) প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তরের পর বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হার বাড়লেও জিপিএ-৫ পাওয়ার হার গতবারের চেয়ে কমেছে। তবে এ ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। গতবারও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে ছিল।

এবার কুমিল্লা বোর্ডে ৩টি বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ১০ হাজার ১৯৫ জন। এ বোর্ডে ৫ হাজার ৪৯২ জন ছেলে এবং মেয়ে ৪ হাজার ৭০৩ জন জিপিএ ৫ পেয়েছে।

বিজ্ঞান বিভাগে ৯ হাজার ৫৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৫ হাজার ৩৩২ জন ছাত্র ও ৪ হাজার ২২৫ জন ছাত্রী, মানবিক বিভাগে ৯৩ জনের মধ্যে ছাত্র ৭ জন ও ছাত্রী ৮৬ জন। মানবিক বিভাগে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৪৫ জনের মধ্যে ১৫৩ জন ছাত্র ও ৩৯২ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। গতবার এ বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৪৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৪ দশমিক ২২ শতাংশ। ১ লাখ ৪৬ হাজার ২৬৯জন  পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৭৬৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।