ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দুই বছর পর ফল নিম্নমুখী

ইসমাইল হোসেন ও মাজেদুল নয়ন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
দুই বছর পর ফল নিম্নমুখী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুই শিক্ষাবর্ষ পর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিম্নমুখী হয়েছে।

শনিবার (৩০ মে) প্রকাশিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাশের গড় হার ৮৭.০৪ শতাংশ।

যা গত বছরের তুলনায় ৪.৩ শতাংশ কম।

২০১৫ সালের ফলে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন। ২০১৪ সালে জিপিএ ৫ পেয়েছিলো ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।

পূর্বের ২ বছরের তুলনায় এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যাও ছিল কম। ২০১৪ সালে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১২ লাখ ৯৭ হাজার ৩৪ জন। এ বছরে পরীক্ষার্থী কমে এই সংখ্যা হয়েছে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষায় ফল নিম্নমুখী হওয়ার কারণ হিসেবে ফেব্রুয়ারি মাস জুড়ে বিএনপির রাজনৈতিক সহিংসতাকে দায়ী করেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা জানতো না, পরের দিন পরীক্ষা আদৌ হবে কি না। অনেক সময় প্রস্তুতি নিয়েও পরীক্ষা দিতে পারেনি তারা।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘন্টা, মে ৩০, ২০১৫
এমএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।