ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডের সেরা ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫
যশোর বোর্ডের সেরা ২০

যশোর: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের সেরা ২০ স্কুলের মধ্যে ছয়টি স্কুলই যশোরের। এছাড়া সেরা বিশের খুলনার আটটি ও কুষ্টিয়ার দুইটি স্কুল রয়েছে।



এবার বোর্ডের শীর্ষস্থান অর্জন করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এখান থেকে ৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই সবাই জিপিএ-৫ পেয়েছে।

দ্বিতীয় স্থানে যশোর পুলিশ লাইন্স স্কুল, তৃতীয় খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল, চতুর্থ খুলনা পাবলিক কলেজ, পঞ্চম খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়, ষষ্ঠ কুষ্টিয়া জিলা স্কুল, সপ্তম খুলনা জিলা স্কুল, অষ্টম যশোর জিলা স্কুল, নবম খুলনার সরকারি ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়, দশম যশোর সাউদ পাবলিক স্কুল, ১১তম যশোর সরকারি বালিকা বিদ্যালয়, ১২তম কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়, ১৩তম যশোরের ঝিকরগাছা শেখ আকিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, ১৪তম খুলনা সরকারি বালিকা বিদ্যালয়, ১৫তম খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়, ১৬তম কুষ্টিয়া পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, ১৭তম ঝিনাইদহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৮তম খুলনার বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, ১৯তম যশোরের ঝিকরগাছা এমএল মাধ্যমিক বিদ্যালয় এবং ২০তম খুলনার নৌবাহিনী মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ।
       
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।