ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি-রুয়েট খুলছে শনিবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
রাবি-রুয়েট খুলছে শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে শনিবার (২৫ জুলাই) থেকে খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।  

এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

শুক্রবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিষয়টি জানান।

তিনি জানান, শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে। তবে গত বুধবার থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।

গত ৯ জুলাই থেকে ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছিল।

এদিকে একইদিন খুলছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (রুয়েট)। শনিবার সকাল থেকে রুয়েটের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।