ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে ঢাবি শিক্ষকরা টুঙ্গীপাড়ায়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে ঢাবি শিক্ষকরা টুঙ্গীপাড়ায়

ঢাকা বিশ্ববিদ্যালয়: জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও তার প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা।
 
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর বারোটার দিকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ১৬০-১৬৫ জন শিক্ষক টুঙ্গীপাড়ায অবস্থিত বঙ্গবন্ধুর মাজারস্থলে পৌঁছান।


 
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীসহ প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক. ড. ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ শিক্ষক এ বহরে রয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
 
উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক বাংলানিউজকে বলেন, আমরা ইতোমধ্যেই টুঙ্গীপাড়ায় পৌঁছেছি। মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবো।
 
এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে উপাচার্যর বাংলোর সামনে থেকে শিক্ষকরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।