ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

ঢাকা: আগামী ১৮ সেপ্টেম্বর দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষীৎ চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আগামী ৯ আগস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণরাই এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই এ সূচি চূড়ান্ত হবে

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদফতরের একজন পরিচালক জানান, গত বছরের মতো এ বছরও আবেদন ফি ৬৫০ টাকাই থাকছে।

এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ-এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এবারও লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন রয়েছে। আর ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আছে পাঁচ হাজার ৩২৫টি আসন।

এছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি এবং ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এমএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।