ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ট্রাস্ট কলেজে জাতীয় শোক দিবস পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
ট্রাস্ট কলেজে জাতীয় শোক দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৫ই আগস্ট, ২০১৫) আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করে ট্রাস্ট কলেজ।

পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।

দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ট্রস্টে কলেজের স্কুল ও কলেজ শাখার ছাত্রছাত্রীরা। অধ্যক্ষ বশির আহম্মেদ ভূঁইয়ার সভাপতিতে আলোচনা পর্বে অংশ নেন উপাধ্যক্ষ সুশান্ত কুমার দে, সহকারী অধ্যাপক মাহমুদা আজীজ, সহকারী অধ্যাপক এনামূল হক।
 
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক কবিতা আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশনও করে ছাত্রছাত্রীরা।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।