ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভ্যাট প্রত্যাহার করায় গণ বিশ্ববিদ্যালয়ে আনন্দসভা

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ভ্যাট প্রত্যাহার করায় গণ বিশ্ববিদ্যালয়ে আনন্দসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আনন্দসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়।



সভা থেকে সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান বক্তারা। পাশাপাশি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতা এবং ‘নো ভ্যাট অন এডুকেশন’ এর কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক পলাশ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।