ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবি’র ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পবিপ্রবি’র ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে ১৬ সেপ্টেম্বর, চলবে ২০ নভেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।



বৃহস্পতিবার  (১৭ সেপ্টেম্বর) সকালে পবিপ্রবি’র  রেজিস্ট্রার প্রফেসর ড. সুলতান মাহমুদ জানান, বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদকে তিন ইউনিটে বিভক্ত করে  ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

এ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, বি ইউনিটের দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pstu.ac.bd) মাধ্যমে জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪‌১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।