ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে শিক্ষকদের কর্মবিরতি ও মৌন মিছিল

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
শেকৃবিতে শিক্ষকদের কর্মবিরতি ও মৌন মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সদ্য ঘোষিত অষ্টম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘মর্যাদাহানি’র প্রতিবাদে এবং স্বতন্ত্র বেতন কাঠমো ঘোষণার দাবিতে কর্মবিরতি ও র‌্যালি করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষকরা।  

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকরা অবস্থান ধর্মঘট পালন করেন।

এরপর মৌন মিছিল করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, প্রক্টর অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. ফরহাদ হোসাইন, অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, তিন অনুষদের ডিন প্রমুখ।

এসময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আংশিক কর্মবিরতিসহ গণতান্ত্রিক উপায়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস পাওয়া যায়নি। যা কোনোভাবেই শোভনীয় নয়।

তাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।