ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাগুরায় কলেজ শিক্ষকদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
মাগুরায় কলেজ শিক্ষকদের কর্মবিরতি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মাগুরা: সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল এবং শিক্ষা ক্যাডারকে একধাপ উন্নীত করার দাবিতে মাগুরায় কর্মবিরতি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে স্থানীয় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও র‌্যালি করে শিক্ষকরা।



মাগুরা সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাংলানিউজকে জানান- সম্প্রতি ঘোষিত ৮ম পে স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বিলোপ করায় সাধারণ শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবে।

তিনি সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে এসে অবিলম্বে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের দাবি জানান। একই সঙ্গে ঘোষিত ওই পে স্কেলের সব প্রকার অসঙ্গতি দূর করার দাবি জানান। সেখানে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ বিজন কুমার সরকার ও সিনিয়র শিক্ষক খান শফিউল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।