ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবি’র শিক্ষার্থীদের ইন্টার্নশিপ শুরু রোববার

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
পবিপ্রবি’র শিক্ষার্থীদের ইন্টার্নশিপ শুরু রোববার

পবিপ্রবি (পটুয়াখালী): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির নবম ব্যাচের (সেশন: ২০১০-১১) ইন্টার্নশিপ প্রোগ্রাম শুর হবে রোববার (২০ সেপ্টেম্বর)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।



ইন্টার্নশিপ কমিটির সদস্য সচিব এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ডা. মো. সাইদুর রহমানের নেতৃত্বে ইন্টার্ন শিক্ষার্থীরা আট সপ্তাহে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রাণী হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করবেন।

এর পর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), ঢাকা চিড়িয়াখানা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (সাভার), কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার (সাভার), প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, সরকারি হাঁস মুরগি খামার, এআই সেন্টার (সাভার), কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল (গুলিস্তান), কেন্দ্রীয় রোগ অনুসন্ধান ল্যাব (গুলিস্তান), রুরাল ডেভেলপমেন্ট একাডেমিসহ (ব্গুড়া) মোট ১১টি প্রতিষ্ঠানে ২৪ সপ্তাহব্যাপী ইন্টার্নশিপ কর্মসূচি সম্পন্ন করবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।