ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মৌলভীবাজারে কলেজ শিক্ষকদের মানববন্ধন-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
মৌলভীবাজারে কলেজ শিক্ষকদের মানববন্ধন-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সদস্যরা।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।



মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছয়ফুল কবির চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল বারী, শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, সহকারী অধ্যাপক আব্দুল হালিম ও সহকারী অধ্যাপক আবু হানিফ প্রমুখ।

বক্তারা অধ্যাপকদের বেতন স্কেল অবনমনের প্রতিবাদ এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ও শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।