ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি শিক্ষক সমিতিকে ফেডারেশন থেকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
জবি শিক্ষক সমিতিকে ফেডারেশন থেকে বহিষ্কার

ঢাকা: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতিকে বহিষ্কার করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেড‍ারেশন।

বুধবার (০৭ অক্টোবর) রাতে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।



বাংলানিউজকে তিনি বলেন, ফেডারেশনের সিদ্ধান্ত ছাড়াই কর্মসূচি ঘোষণা দিয়ে জবি শিক্ষক সমিতি শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তাদের বিরুদ্ধে সাময়িকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়। যা বুধবার থেকে কার্যকর হবে।

বুধবার দুপুরে জবি শিক্ষক সমিতির সভায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অক্টোবর মাসে অনুষ্ঠেয় সব স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে থেকেই অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের পদমর্যাদা পুনর্নির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে আন্দোলন করছিল জবি শিক্ষকদের এ সংগঠনটি।

দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গঠিত।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।